সিয়াম খান ঝালকাঠি।ঝালকাঠিতে ডিজিটাল মিটারের পরিবর্তে নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে গ্রাহকরা মানববন্ধন করেছেন আজ সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে জেলা বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শত শত গ্রাহকরা অংশগ্রহন করেন।মানববন্ধনে বক্তারা বলেন, অযৌক্তিকভাবে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন করে গ্রাহকদের হয়রানি করা চেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা গ্রাহকদের সেবা না দিয়ে উল্টো প্রি-পেইড মিটার স্থাপনের মাধ্যমে লুটপাট শুরু করেছেন। বর্তমানে প্রি-পেইড মিটারে আগের মিটারের চেয়ে প্রায় আড়াইগুণ বেশি বিল আসছে। এছাড়া মিটার ভাড়াও বেড়েছে। বিদ্যুৎ লাইন বন্ধ থাকলেও মিটার থেকে টাকা কাটা হয়। তাছাড়া একাধিকবার কার্ড ক্রয়ের ঝামেলা পোহাতে হয় এবং হঠাৎ মিটার লক হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই প্রিপেইড মিটারের লক হলে বারবার বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও সমাধান হয় না। অবিলম্বে এই অযৌক্তিক প্রি পেইড মিটার ও গ্রাহকদের হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান বক্তারা। হয়রানি বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন গ্রাহকরা। পরে তারা বদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যামে স্মারকলিপি দেন মানববন্ধনে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিবর্গরা।