বিশেষ প্রতিনিধিঃহবিগঞ্জ বিজিবির (৫৫ব্যালিয়ানে) অধীনে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে অনুপ্রবেশ বাড়ছে হবিগঞ্জের বাল্লা দুধপাতিল, গইবিল বিভিন্ন সীমান্তে। ভিসা বন্ধ থাকায় দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে ঢুকছে রাজনৈতিক নেতাসহ প্রভাবশালীরা। অভিযোগ উঠছে, বিজিবি-বিএসএফকে ম্যানেজ করেই চলছে মানবপাচারের মহাযজ্ঞ।সরেজমিনে দেখা যায়, চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে কিছু মানুষের আনাগোনা কাঁটাতারের আশপাশে। বিশেষ কাজে ব্যবহার করার জন্য ছিল একটি মই। পরে স্পষ্ট হওয়া গেল সেই মইটি ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার হচ্ছে কিছু মানুষ।দালাল আব্দুল আলী, কালাম এদের বিশাল সেন্ডিকেট এর সাথে জড়িত রয়েছে বিজিবির কিছু অসাধু কর্মকর্তা।নাম প্রকাশের অনিচ্ছুক স্হায়ী সচেতন লোকজন বলেন আমরা বারবার বিজিবি কে তথ্য দিলে বিজিবি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের কে বিভিন্ন মিথ্যা মামলায় ভয় দেখায়।তবে বিজিবির উপর এমন অভিযোগ অস্বীকার করছে বাল্লা বিজিবি কম্পানি কমন্ডার।এমন দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে এখন হরহামেশাই দেখা মিলছে। দালালের হাত ধরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ। সাধারণের সঙ্গে তালিকায় আছেন রাজনৈতিক ব্যক্তিরাও।স্থানীয় কয়েকজন জানান, ভারতের ভিসা বন্ধ থাকার কারণে এদিক দিয়ে অবাধে চলছে মানবপাচার। ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে সাধারণ মানুষসহ রাজনৈতিক ব্যক্তিরাও সীমান্ত পার হচ্ছেন।