• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

মধুপুরে প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উৎপাত, বাসাবাড়ির লোকজন আতংকে 

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল 
Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল।।টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় চোরের উৎপাত দিনদিন বেড়েই চলেছে। মসজিদের ব্যাটারী, পানির মটর, দান বাক্সের টাকা চুরি, বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে শুরু করে বাসাবাড়ির গেইটের তালা ভেঙে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গত ১১ নভেম্বর সোমবার পৌর সভার টেংরি গোরস্থান মোড় এলাকায় ভাড়াটিয়া বাসায় না থাকায় সন্ধ্যায় গেট ও ঘরের তালা ভেংগে একটি টিনশেড বাসা থেকে ট্রাংক খুলে চার্জার ফ্যান, বাল্ব, ঘড়িসহ কিছু অলংকার চুরির ঘটনা ঘটেছে।ভাড়াটিয়া রাতে বাসায় ফিরে দেখতে পায় তার গেইট এবং বাসার তালা ভেঙে ট্রাংকের ভেতরে থাকা দামি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। গরীব ভাড়াটিয়া তার কষ্টের টাকায় কেনা জিনিসপত্র চুরি যাওয়ায় সে কান্নায় ভেংগে পড়ে।কয়েকদিন পূর্বে পাশের বাসা থেকে জানালা দিয়ে একটি দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ছাড়া ঐ রাতেই পাশের বাসার জানালা খোলার সময় মালিক টের পেলে চোর দৌড়ে পালিয়ে যায়।উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলেও বেড়েছে চোরের উৎপাত। গত ২৮ অক্টোবর রাতে কুড়ালিয়া বাগবাড়ি গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আজিজুলের বাড়ি থেকে ট্রলি চুরি করে নিয়ে যায়। তার সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিলো চুরি যাওয়া এ ট্রলি। সে জানায়, এনজিও থেকে লোন নিয়ে আমি এ ট্রলিটি কিনেছি। এখন এনজিও থেকে সপ্তাহিক কিস্তির জন্য চাপ দিচ্ছে এখন কিভাবে টাকা দিবো। ট্রলিটি চুরি যাওয়ার পর সে আজ দিশেহারা হয়ে পড়েছে। বেশ কয়েকদিন আগে গোলাবাড়ি থেকে ৩টি বিদ্যুতে ট্রান্সফর্মার চুরি হয়।এমন চুরির ঘটনা অহরহ ঘটছে বলে জানান এলাকাবাসী। তারা এর প্রতিকারের জন্য পুলিশের তৎপরতা বৃদ্ধির জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।


এ বিভাগের আরও সংবাদ