পিরোজপুর প্রতিনিধি।।অদ্য বুধবার (১৩ নভেম্বর ২০২৪) পুলিশ সুপারের কার্যালয় পিরোজপুর সম্মেলন কক্ষে পিরোজপুর জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মাসুম বিল্লাহ মহোদয়ের বদলীজনিত বিদায় উপলক্ষে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মোঃ মজিবুর রহমান মহোদয়।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।