• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

গলাচিপায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়  

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ।। পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এটি অনুষ্ঠিত হয়।সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গলাচিপা প্রেস ক্লবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের পক্ষে কাজ করা আরো সহজ হবে।আমি অফিসার নই, সাধারণ হিসেবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরোটলারেন্স।’

 


এ বিভাগের আরও সংবাদ