• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা

মোঃফয়সাল হোসেন, রাজশাহী।।
Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মোঃফয়সাল হোসেন, রাজশাহী।।রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণীর সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। মঙ্গলবার ১২ (নভেম্বর) সকাল ১২টায় মোহনপুর উপজেলা পরিষদ সস্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা ও সহকারী কমিশনার ( ভূমি) জোবাইদা সুলতানা পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুল কবীর, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম,মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান‌্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল,সদস্য সচিব বাচ্চু রহমান, জামাত ইসলামের নায়েবে আমীর উপধাক্ষ্য মাওলানা আবুল কালাম আজাদ, আমীর জিএম আব্দুল আওয়াল, সাবেক চেয়ারম্যান আব্দুর গোফুর মৃধা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন এফ ডি আর ফয়সাল হোসেন সহ সকল কর্মকর্তা ও কর্মচারী, বীরমুত্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী কলেজ শাখার ছাত্র সোহেল রানা, বিভিন্ন ইউনিয়নের ইউপি প্যানেল চেয়ারম্যান সহ কাউন্সিলর ইউপি সদস্য উপস্থিত ছিলেন।তিনি বক্তাদের সকল তথ্য নোট করেন এবং বলেন আমার জরুরি মিটিং আছে, না হলে আপনাদের সংঙ্গে নিয়ে প্রতিটি স্পট দেখতাম। তিনি আসাবাদি হয়ে বলেন, জেলা উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।শেষে বলেন আমি কথায় নয় কাজে বিশ্বাসী।


এ বিভাগের আরও সংবাদ