• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে কলেজ অধ্যক্ষের অপসরণ চেয়ে মানববন্ধন

মোঃফয়সাল হোসেন, রাজশাহী ।।
Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মোঃফয়সাল হোসেন, রাজশাহী।।রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী কলেজের অধ্যক্ষ শামসুজোহা বেলালের পদত্যাগ ও অপসরণের বিচার চেয়ে মানববন্ধন করেন কলেজের শিক্ষক কর্মচারী ও স্থানীয়রা সহ সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দরা।মঙ্গলবার (১২ নভেম্বর ) বেলা ১১ টায় রাজশাহী নওগাঁ মহাসড়কে কলেজ গেইট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য প্রদান করেন, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, এনতাজ আলী,মোসাঃ মির্জা দৌলাতুন নাহার আশা, জিয়ারউর রহমান,জান্নাতুন ফেরদৌস, অফিস সহকারী আশরাফ আলী, দাতা সদস্য ফেরদৌস আলী, সমাজ সেবক নুরুল ইসলাম মন্ডল, বকুল হোসেন, নুরুল ইসলাম সহ আরো অন্যান্য।শিক্ষক ও স্থানীয়রা বলেন, কলেজের অধ্যক্ষের দ্রুত অপসারণ ও তার দ্বারা গঠিত সকল সিন্ডিকেট কমিটি অবিলম্বে ভেঙ্গে দিতে হবে। পাশাপাশি তার সাথে জড়িত দোষরদের বিচারের কাটগড়ায় নিয়ে আসতে হবে।উল্লেখ্য, দুর্নীতির মহা উৎসবে মেতে উঠে ছিলেন মৌগাছী কলেজের অধ্যক্ষ শামসুজোহা বেলাল তার সিন্ডিকেট অনিয়ম,দুর্ণীতি অসাদারণ ও জোরপূর্বক প্রতিষ্ঠানের রেজিষ্টার প্রয়োজনীয় কাগজপত্র নিজের বাসায় রাখার অভিযোগ করেন শিক্ষক বৃন্দ। কলেজের বিভিন্ন কাজের অনুহাতে দেখিয়ে জমি বন্ধক রেখে টাকা আত্নসাত করেন। কলেজে যোগদানের পর থেকেই তিনি একক আধিপত্য বিস্তার করেছেন। কলেজের বিভিন্ন খাত থেকে ও সরকারি বরাদ্দ টাকা উত্তোলন, ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাৎ, সিন্ডিকেটের বাহিরের শিক্ষক ও কর্মচারীদের জিম্মি করে রাখা। ২০০০ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি ২৫ বছর হতে চললো শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। বিধায় শিক্ষক কমর্চারী মানবেতর জীবন যাপন করে যাচ্ছেন।অধ্যক্ষের এমন দুর্নীতিতে ভেঁঙ্গে পড়েছে মৌগাছী কলেজের লেখাপড়ার পরিবেশ। আওয়ামী লীগ পরিচয়ে তিনি এসব অপকর্ম ও দুর্নীতি করেন তিনি।এ বিষয়ে অধ্যক্ষ শামসুজোহা বেলালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ