নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধি।।উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে ফরিদপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের-২০২৪ ইং সালের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।(১১ নভেম্বর) সোমবার মহাবিদ্যালয় কলেজের মিলনায়তনে ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্য সচিব ড. বিমল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি’র সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর মহাবিদ্যালয় কলেজের গণং বডি বিদ্যোৎসাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম, গভর্ণিং বডি প্রতিষ্ঠাতা সদস্য এ.এফ.এম কাইয়ুম (জঙ্গী)।আলোচনা সভায় নবীন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।এসময় ফরিদপুর মহাবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজে এক মিলন মেলায় পরিণত হয়।