• রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।।বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ি ইউনিয়নের ফাজিলপুর এলাকায় আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে দিনব্যাপী        ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা,        পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।                    শুক্রবার(৮ নভেম্বর) দিনব্যাপী এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -১ (মধুপুর-ধানবাড়ী) আসনের বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ।ফাজিলপুরে তার নিজ এলাকায় প্রতিষ্ঠিত আজাদ স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  মধুপুর এবং ধনবাড়ী উপজেলার  বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত      ছিলেন। উক্ত মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাতে হাজার হাজার দর্শকের  শতস্ফুর্ত উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকলের প্রিয় সাদা মনের মানুষ আসাদুল ইসলাম আজাদের নামে লেখা বাউল গানের মধ্য দিয়ে। পরে দেশবিদেশের বরেণ্য সংগীত শিল্পী আয়েশা মৌসুমি ও সোহেল মেহেদীর  গানে প্রাণবন্ত হয়ে ওঠে আজাদ স্পোর্টিং ক্লাবের পুরো।


এ বিভাগের আরও সংবাদ