।কোস্ট গার্ড পশ্চিমজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন ০৮ নভেম্বর (২০২৪ তারিখ) শুক্রবার রাত ৬টায় খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি খেয়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । ওই অভিযানে গাজীপুর জেলার কালিগঞ্জ থানার দক্ষিণবাগ গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ ইসমাইল শেখ (২৪) কে ০১ টি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ আটক করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে রামপাল থানায় ০২টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা যায়। জব্দকৃত দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।