মোঃ হারুনুর রশিদ, কচুয়া।।
চাঁদপুরের কচুয়া উপজেলা ২নং পাথৈর ইউনিয়ন বারৈয়ারা দিগীরপার মোল্লা বাড়ী নিবাসী মোঃ তাজ উদ্দিনের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ আরিফ হোসেন (২৮) গত শনিবার সকালে মালয়েশিয়া নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গেলে, ঘটনাস্থলেই ৩০তলা থেকে ছিটকে পড়ে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন……ইন্নালিল্লাহী ওয়াইন্ন ইলাইহী রাজীউন।মালয়েশিয়া প্রবাসী মুরহুম আরিফ হোসেনের লাশ গতকাল সন্ধ্যা ৬টায় সময় বাংলাদেশ এয়ারপোর্ট শাহাজালাল আন্তআর্তিক বিমানবন্দরে এসে পৌছালে তাহার পরিবারের লোকজন তাকে সেখান থেকে গ্রহণ করে বাড়ীতে নিয়ে আসলে, পুরোও বাড়ীতে কান্নার বন্যায় যেনো ,আকাশ বাতাস পুরোও ভারী হয়ে পড়ে। পরিবারে একমাত্র রোজকারে কঠোর পরিশ্রমী ছিলেন মোঃ আরিফ হোসেন ও তাহার পিতা তাজ উদ্দিন। মোঃ আরিফ হোসেন তাহার মৃত্যু সময় তাহার ১কন্যা ও স্ত্রী এবং পিতা/মাতা ২ভাই ১বোনসহ এলাকায় অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মুরহুম আরিফ হোসেনের লাশ বাড়ীতে আসারপর অদ্য বেলা সকাল ৯.৩০মিনিটের সময় বারৈয়ারা ঈদগাহ্ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে চিরসাহিত করা হয়।তবে মুরহুম আরিফ হোসেন চরমোনাইর দরবার শরীফের একজন মুরদিান ও বক্ত ছিলেন, তিনি একজন ফরহেজগার এবং দ্বীনধার ও একজন পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিলেন বটে। তিনি এলাকার মানুষের হৃদয়েস্থানে গাঁথা আছেন ও থাকবেন । তাহার এমন অকাল মৃত্যুতে এলাকায় যেনো শোকের মাথম বইছে। তাই মুরহুম আরিফ হোসেন কে যেনো মহাল আল্লাহ্তায়ালা তাকে জান্নাতুল উচ্চ মাকামে স্থান করে দেন এই কামনাই করছেন দেশবাসীর নিকট।