মোঃফয়সাল হোসেন,রাজশাহী।
রাজশাহী মোহনপুর উপজেলা জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৬( নভেম্বর) সকাল ১২ টা: ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা, আরও উপস্হিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম,উপজেলা আনসার ব্যাটালিয়ন অফিসার রাজিব উদ্দিন,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: খন্দকার সাগর আহমেদ,খাদ্য নিয়ন্ত্রণ নুরুন্নবী সহ প্রমূখ।