• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস সহ অস্ত্র উদ্ধার । আটক ৩ । 

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা :
Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা।।

কোস্ট গার্ড পশ্চিম জোনের পৃথক দুইটি অভিযানে অস্ত্র ও হরিণের মাংস সহ আটক ০৩গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নভেম্বর (২০২৪ তারিখ) সোমবার ১১টা ৩০ মিনিটের সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ঘোলা ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবস্থায় ০১ টি ৯ মি:মি: পিস্তল, ০২ টি ফাঁকা ম্যাগাজিন, ০১ রাউন্ড তাজা গোলা সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী মোঃ আবু জাকারিয়া রাজু (৪০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার বাসিন্দা। অস্ত্র ছাড়াও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা রয়েছে বলে জানা যায়। জব্দকৃত অস্ত্র, ফাঁকা ম্যাগাজিন, তাজা গোলা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্থান্তর করা হয়েছে । এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নভেম্বর (২০২৪ তারিখ) সোমবার ১১:৪৫ মিনিটের সময় বিসিজি বেইস মোংলা, বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা নালা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ৪৭ কেজি হরিণের মাংস সহ ০২ জন হরিণ শিকারী কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ আসাদুল ইসলাম (২৭) এবং মোঃ সয়দার শিহাব উদ্দিন (১৯), এরা সবাই বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডাইংমারি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।


এ বিভাগের আরও সংবাদ