কে এম সোহেব জুয়েলllটানা এক মাস নির্বাচনের প্রচার প্রচনার মধ্যে দিয়ে ২ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত ভোট চলাকালীন সময় প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যে দিয়ে গৌরনদীর সরিকল বন্দর পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রর প্রধান মোঃ ফোরকান হোসেন হাওলাদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচনে কোন সহিংসতার আসংখ্যা নেই তবে কেউ যদি নাশকতা চালানোর চেষ্টা করে তবে তাকে ছেরে দেয়া হবেনা, কঠর হস্তে দমন করবেন তিনি। এ ছারাও পুলিশ বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রশাসনের লোকজন নির্বাচন স্বচ্ছ হতে মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। ওই বন্দরের মোট ভোটারের সংখ্যা ছিল ৪৯৩ টি তার ভিতর ৪৭৩ জন ভোটার ভোটে অংশ গ্রহন করেন। এ সময় প্রিজাইডিং অফিসার হিসাবে ভোট পরিচালনা করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুস ছত্তার মৃধা। ওই নির্বাচনে সভাপতি হিসাবে বিভিন্ন প্রতিক নিয়ে ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করলেও কাপ প্রিচ মার্কার প্রার্থী মোঃ হেদায়েত হোসেন মৃধা মোট ১৬৬ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম আনারস মার্কার প্রতিদন্ধি প্রার্থী মোঃ আনিচ হোসেন হাওলাদার মোট ১৬২ ভেট পেয়েছেন । সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতিক নিয়ে ৫ জন ভোটে অংশ গ্রহন করলেও টিউবওয়েল মার্কার প্রার্থী মোঃ তৈয়বুর রহমান লিমন ২৪৮ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকট তম কলস মার্কার প্রতিদন্ধি প্রার্থী মোঃ সুজন পেয়েছেন ৪৫ ভোট। কোষাদক্ষ পদে ২ জন প্রার্থী ভোটে অংশ গ্রহন করলেও মাছ মার্কার প্রার্থী মোঃ রাফি ২৫৫ ভোটে বিজয় হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধি বই মার্কার প্রার্থী মোঃ সজল পেয়েছেন ২১৫ ভোট। নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুস ছত্তার মৃধা বলেন, নির্বাচন চলাকালীন সময় কোন প্রকার অপ্রতিকার ঘটনা লক্ষ্য করা যায় নাই। সঠিক নিয়মেই নির্বাচনের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি ( ছত্তার) বলেন, বরিশাল -১ এর সাবেক সাংসদ দেশ নেত্রি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গৌরনদি সরিকলের কৃতি সন্তান এম জহির উদ্দিন স্বপনের চিন্তাকে কাজে লাগিয়ে গনতান্ত্রিক প্রকৃয়ার মধ্য দিয়ে ভোট অধিকার প্রয়োগে সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ায় এই মহান নেতা এম জহির উদ্দিন স্বপনকে সাধুবাদ জানিয়েছেন তিনি (ছত্তার)। এ ছারাও তিনি বলেন এই কমিটি হাটের সৌন্দর্য বর্ধন সহ বিগত দিনের হাটের সকল সমস্যা সমাধানের মধ্য দিয়ে কাজ করে যাবেন বলে বিশ্বাস করেন তিনি। অপরদিকে কাপ- প্রিচ মার্কার বিজয় প্রার্থী মোঃ হেদায়েত হোসেন মৃধা বলেন, এ বিজয় আমার নয় এ বিজয় দীর্ঘ দিনের স্বৈরশাসনে দম আটকে থাকা হাটে বেচা কানা করতে আসা লোকজন সহ স্হানীয় ব্যাবসায়িদের। সময় উপযোগি এমন একটি নির্বাচন উপহার দেয়ায় তার নেতা সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপনকে ধন্যবাদ ও চীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।