ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে জেলা বিএনপি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈদয় হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিত সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এসময় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন, ঝালকাঠি-২ আসনে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভূট্টো,ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান । বক্তারা বলেন, আওামী ফ্যাসিবাদী সরকার বিগত ১৬ বছর বিএনপিকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেয়নি। নেতাকর্মীদের মামলা দিয়ে জেল জুলুম চালিয়েছে। ছাত্র জনতার আন্দোলন আজ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এটা ধরে রাখতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। তাহলেই আমাদের বিজয় হবে।