• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

ঝালকাঠির কাঠালিয়ায় মিরাজ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়দের দেয়া ঘরের উদ্ধোধন

রাজিব খান কাঠালিয়া।।
Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

রাজীব খান কাঠালিয়া।।ঝালকাঠির কাঠালিয়ার চেচঁরীরামপুর ইউনিয়নে মানবিক মিরাজ খান ফাউন্ডেশন নামে একটি সেবামূলক ফাউন্ডেশন হত দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন।মসজিদ মাদ্রাসায় ইট বলু সিমেন্ট টাইলসহ ইত্যাদি সামগ্রী দিয়ে সহযোগিতা করেনমানবিক মিরাজ খান ফাউন্ডেশন। ২০২২ সালে যাত্রা শুরু করে ইতিমধ্যে এলাকায় এই ফান্ডেশনটির কাজকর্ম দেখে এলাকাবাসী আনন্দিত প্রতিবছর এই ফাউন্ডেশন থেকে হতদরিদ্র পরিবারে চারটি ঘর তৈরি করে দেয়া হবে এমনটা জানিয়েছে প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মিরাজ খান।ইতিমধ্যে ২০২৪ সালে ৫ই মে প্রথম ঘরটি দিয়েছেন চেচঁরীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অসহায় আমেনা বেগমকে দ্বিতীয় ঘরটি দিয়াছেন চেচঁরীরামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ফিরুজা বেগমেকে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় ফিরুজা বেগমের কাছে চাবি হস্তান্তর করেন মানবিক মিরাজ খান ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান গাজী এবং চেঁচরীরামপুর প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক সোহাগ বেপারী।


এ বিভাগের আরও সংবাদ