কক্সবাজার আরিফুর রহমান।।কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউপির মাহারা পাড়া এলাকার বাসিন্দা খাইরুল আমিন ওরফে (হারুইন্না) এর ছত্রচায়ায় অস্ত্র ও মাদকের সয়লাভ। এতে করে প্রশাসন জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।মহেশখালীতে ইতোমধ্যেই মাদক ইয়াবা ও অস্ত্র বিস্তারের প্রভাব হিসেবে বাড়ছে, খুন, ধর্ষণ, ছিনতাই, চুরি সহ নানা সামাজিক অপরাধ। এসবই নির্ভয়ে করে যাচ্ছেন খাইরুল আমিন ওরফে (হারুইন্না) নামের এক যুবক।এদিকে প্রশাসন বলে যাচ্ছেন, তারা তাদের সাধ্যমতোই কাজ করে যাচ্ছেন।অনুসন্ধানে জানা যায়, মহেশখালী উপজেলার বিভিন্ন স্টেশন, হাট-বাজার ও সড়কপথে শহরেও গড়ে তুলেছেন মাদকের বিশাল রাজত্ব। মাদকের আখড়ায় পরিণত হয়েছে দ্বীপ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা। খাইরুল আমিনের হার ধরে কক্সবাজার-মায়ানমার সীমান্ত দিয়ে আসা ওসব অস্ত্র ও মাদকের বড় বড় চালান পাচার হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এর সহজলভ্যতার কারণে যুব সমাজ হচ্ছে বিপথগামী। কিন্তু এসব নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চোখে পড়ার মতো তেমন কোনো কার্যক্রম নেই বললেই চলে।