মোঃ কবির হোসেন, মতলব উপজেলা প্রতিনিধি।
চাঁদপুর জেলার মতলব (দঃ) উপজেলা, নারায়নপুর পূর্ব বাজার থেকে জোড়পুল যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে অটোরিকশা, সি এন জি চালকসহ এই এলাকার বাসিন্দাদের। এই রাস্তায় প্রতিদিন চলাচল করছে শত শত অটোরিকশা, সি এন জি, মোটরসাইকেল ইত্যাদি নানা ধরনের যানবাহন।কয়েকজনকে জিজ্ঞেস করলে বলে প্রায় এক বছর ধরে এই রাস্তার এমন বেহাল অবস্থা, আমরা দ্রুত মেরামত চাই। ভিতরের রাস্তা বলে কারো নজরেই আসছে না এই ব্যস্ত রাস্তাটি। যেটি দিয়ে স্কুল ছাত্র-ছাত্রী প্রতিনিয়ত চলাচল করছে এবং ভোগান্তির শিকার হচ্ছে। এই কথা জানান অটো চালকসহ এলাকার লোকজন।