• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

মাহবুবুল আলম রিপন( স্টাফ রিপোর্টার)  
Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মাহবুবুল আলম রিপন( স্টাফ রিপোর্টার)ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।আজ রবিবার(২৭ অক্টোবর) বিকেলে ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত হন। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান সহ সকল রাজবন্দী নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করতে হবে। অতি বিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন করার দাবী জানন বক্তারা। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। এখনও যুবদলের সংগ্রাম শেষ হয়নি।যে পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত সজাগ থাকার আহব্বান জানান।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী,ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম,ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, সহ সভাপতি ইবাদুল হক জাহিদ,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাঈম,পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুজন, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভা পতি শিশির ফেরদৌস, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন ও আর অনেক নেতৃবৃন্দ।সভা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


এ বিভাগের আরও সংবাদ