• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

অভিনব কায়দায় ফুটবলের ভিতরে রক্ষিত ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার   

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ইং তারিখ র‌্যাব-৫, রাজশাহীর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন স্বরমোংলা গ্রামস্থ জনৈক মোঃ জামাল এর পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা ০১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে উক্ত ফুটবলটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কাঁটা হলে ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ