বিশেষ প্রতিনিধি।। হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিরাজ মিয়া কে ৫ই আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে মামলায় দায় করায় তীব্র সমালোচনা করছেন দেশ এবং প্রবাসে থাকা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, এতে দেশের জনগনের কাছে বর্তমান সরকার কে সমালোচনা মুখোমুখি করেছে সেই মামলায়।বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা সংক্রান্ত চুনারুঘাট থানায় একটি মামলায় হয় আওয়ামী লীগ নেতাদের উপরে, জানা যায়- বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা হয়। এঘটনায় ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রধান করে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের ৯৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ৬৬নং আসামী আসামপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিরাজ মিয়া, গত ২৬ শে অক্টোবর চুনারুঘাট থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এ মামলায় আলহাজ্ব সিরাজ মিয়া গ্রেফতার হওয়া সোস্যাল মিডিয়া দেশ বিদেশে তীব্র সমালোচনা মুখে পড়তে হয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিচার বিভাগ কে১/গাজীপুর হাইস্কুলে এন্ড কলেজের শিক্ষক আক্তার হোসেন তার ফেসবুক কমেন্ট লেখেন।অহেতুক হয়রানী মূলক মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানাই। তিনি রাজনৈতিক ভাবে কোন পদ পদবীতে নেই, তিনি অত্যন্ত ভালো মানুষ বিধায় অনতিবিলম্বে মুক্তি চাই।২/আসামপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীক ইউছুব খান লেখেন উনি আসামপাড়া বাজারের একজন ব্যবসায়ী, উনি কোন রাজনীতি দলে সক্রিয়ভাবে দেখিনি মিটিং মিছিলে ও তেমন দেখা যায়নি, গ্রেফতারের জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।৩/চুনারুঘাট পৌরসভার ওয়াল্টন শোরুমে স্বত্বাধিকার হাবিবুর রহমান৷ রুবেল তার ফেইবুকে লেখেন মিথ্যা মামলা দিয়ে পাসানু হইছে।