মোঃ মোল্লা শাওন দৈনিক যায়যায় বেলা।বরিশাল নগরীর ড্রেনগুলো যেন পথচারিদের মরন ফাঁদে রুপ নিয়েছে। নগরীতে ঘুরলে দেখা যায় যে নগরীর ড্রেনগুলোর মেনহলের ঢাকনা গুলো যেন উধাও। দেয়া নেই কোন বিপদ সংকেত।নগরীর জজ কোর্টের সামনে উদায়ন স্কুলের মার্কেটের সামনের ড্রেনের নেই ঢাকনা এছাড়াও সাবেক এম.পি জাহিদ ফারুক শামীমের বাসার সামনেও একই অবস্থা। নেই সিটি করর্পেশনের নজরদাড়ি।স্থানীয়রা জানান, সংঘবদ্ধ একটি চোর চক্র রাতের আঁধারে ড্রেনের ওপরের লোহার স্ল্যাব চুরি করছে। এতে প্রতিনিয়ত চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ভোগান্তিতে পড়ছে সাধারন জনগন।শহরের বিভিন্ন অলি গলিতে ঘুরলে দেখা যায় এমন দূর দশা তবুও কোন ব্যবস্থা নিচ্ছেনা বরিশাল সিটি কর্পোরেশন। নগরীর কিছু সংখক মাদকসেবী ও ছিচকে চোর মিলে ওই ম্যানহোলের ঢাকনা চুরি করেছে বলে মন্তব্য অনেকের।পুলিশ প্রশাসনের গাফলতির কারনে এমনটা হয়েছে বলে মন্তব্য অনেকের সুুশিল সমাজের দাবি অচিরে এই ছিচকে চোর প্রশাসনের খাঁচায় বন্দি হবে।