• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

রাজশাহীর মোহনপুরে পৌর শাখা জাতীয়তাবাদী যুবদলের সদস্য ও সাধারণ সম্পাদক দুই নেতার পদ স্থগিত 

মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর শাখা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সাদ্দাম হোসেনের পদ স্থগিত করেছে পৌর কমিটি। একই সাথে পৌর শাখার আওতাধীন ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাকিলের পদও স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পৌর যুবদলের আহবায়ক শাহীন আলম ও সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেয়া হয়। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে এ দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশে আরো বলা হয়, এ দুই নেতা সাংগঠনিক কোন কাজে অংশগ্রহণ করতে পারবেননা। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় পদ-পদবিও ব্যবহার করতে পারবেননা এই দু-নেতা।কেশরহাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম জানান, সুনির্দিষ্ট একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাদের পদ স্থগিত করা হয়েছে। তাদের পদ স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন পৌর বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কেশরহাটে দোকানঘর ভাংচুর, বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি, দখলবাজীর একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।


এ বিভাগের আরও সংবাদ