মোল্লা শাওন ঝালকাঠি।।
ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে জেলার সুগন্ধা ও বিষখালী নদিতে অভিযান চালিয়েছে টাস্কফোর্স কমিটি।জেলার সুগন্ধা ও বিষখলী নদীর বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে জেলা প্রশাসন, জেলা মৎস্য বিভাগ ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জল কুমার রায়, ঝালকাঠি জেলা সেনা ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার ও জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।মা ইলিশ রক্ষা অভিযানে ১৩ দিনে ঝালকাঠিতে ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া মা ইলিশ শিকারের অপরাধে দুই মৌসুমী জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদন্ড দেয়া হয়। নিষেধাজ্ঞাকালিন সময়ের জন্য জেলার ৩ হাজার ৭৫০ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মা ইলিশ রক্ষার অভিযান অব্যাহত থাকবে। এসময় সরকারি নির্দেশ অমান্য করে যদি কেউ ইলিশ শিকার করে তবে তাদের আইনগব্যবস্থা নেয়া হবে।