• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

ধনবাড়ি ভাইঘাট কলেজের অধ্যাপক ও তার সহধর্মিণী সড়ক দুর্ঘটনায় আহত

বাবুল রানা জেলা প্রতিনিধি টাঙ্গাইল
Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ভাইঘাট কলেজের অধ্যাপক ও মধুপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত  কার্যকরী সদস্য দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার মধুপুর প্রতিনিধি অধ্যাপক আবু সাইদ ও তার সহধর্মিণী মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন।সোমবার (২১অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল থেকে তার মেয়ের অনার্স পরীক্ষা শেষ করে মধুপুর ফেরার পথে টাঙ্গাইল ময়মনসিংহ মহা সড়কের দেউলাবাড়ি ও গাংগাইর এর মাঝামাঝি জায়গায় মোটরসাইকেল দুঃর্ঘটনায় স্বামী স্ত্রী দুইজনই মারাত্মক ভাবে আহত হন।স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাংগাইল সদর হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে টাঙ্গাইল সদর হাসপাতালে তারা দুজনেই চিকিৎসকের নিবিড় পর্ষবেক্ষনে চিকিৎসাধীন রয়েছেন। এ-ই মর্মান্তিক সড়ক দুর্ঘনায় আহত আবু সাইদ ও তার সহধর্মিণীর জন্য মধুপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য মর্মাহত। আমরা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের জন্য দোয়া ও সুস্থতা কামনা করছি।


এ বিভাগের আরও সংবাদ