• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

থানচি সাঙ্গু নদীতে ভ্রমণের অতিরিক্ত দুর্ঘটনা প্রবণ এলাকায় (বংড) রাজা পাথর ছাড়া নতুন আরেকটি অভিযুক্ত হলো”টুর্গু”সং।

কাইথাং খুমী থানচি (বান্দরবান) প্রতিনিধি:
Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

থানচি সাঙ্গু নদীতে ভ্রমণের নৌ-যুগে অতিরিক্ত দুর্ঘটনা প্রবণ এলাকায় তিন্দু (বংড) রাজা পাথর। এছাড়াও নতুন আরেক স্থান অভিযুক্ত হলো বড় মদক”টুর্গু”সং।বর্ষা মৌসুমে প্রতিবছরেই থানচি উপজেলা তিন্দু রাজা পাথর এলাকায় ইঞ্চিন চালিত নৌকা দুর্ঘটনা শিকার হয়। এতে প্রায় সময় প্রাণহানির ঘটনাও ঘটে। তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে যাতায়াতের কোনো যোগাযোগ ব্যবস্থা তৈরি না হওয়ায় ঐ এলাকায় মানুষে এখনো পযর্ন্ত মৃত্যুর মিছিলের পথিক। বিশেষ করে সড়ক ও যোগাযোগে নেটওয়ার্ক বিহীন কারণে থানচি উপজেলায় রেমাক্রী ইউনিয়নে ছোট্ট মদক,বড় মদক ও বলু লইক্রি প্রত্যন্ত এলাকায়,রোগীদের জরুরি ভাবে হাসপাতালে পৌঁছাতে অসম্ভব হয়ে পরে। এর ফলে বিনা চিকিৎসায় চোখের সামনে প্রাণ হারান স্বজনদের। কয়েক যুগ-ধরে অনেক ফলজ বাগান সৃজন করা হয়েছে এই দুই ইউনিয়নে। কিন্তুু নৌ-যুগে নদীপথে পরিবহনে ব্যয়বহুল হওয়ায় মৌসুমি এই ফলগুলো গাছেই পচে যায়। ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু চাষি। এতে চাষে আগ্রহীতা হারিয়ে ফেলে ফলজ বাগান চাষিরা।এবার জুলাই-আগাস্ট এই দুই মাসে অতিরিক্ত বৃষ্টিপাতে ও ঋতু পরিবর্তনে “মদক” সাঙ্গু নদীর তীরবর্তী পাহাড়ি উপর দিয়ে পাহাড় ধসে,পাথর আঘাত থামলে,সাঙ্গু টুর্গু সংনে আটকে পরে বড় পাথর গুলি। এ’র দিয়ে অতিরিক্ত দুর্ঘটনা প্রবণে নতুন আরেক নাম অভিযুক্ত হলো সাঙ্গু টু্র্গু সং। নৌ-চলাচলে বিপাকে পড়েন ঐ এলাকায় ইঞ্চিন চালকদের। একই সাথে শতাধিক মানুষ এখন ভোগান্তিকর।কিংসাই ড্রাইভার বলেন, বর্ষা ঋতু পরিবর্তন ও অনিয়মে অতিরিক্ত ভারি বৃষ্টিতে পাহাড় ধসে পাহাড় উপর থেকে টু্র্গু সংনে মুখে বড় পাথর গুলো পড়ে। এখন নৌকা চলাচলে একেবারে ঝুঁকিপূর্ণ এ স্থান। ইরচৈ ম্রো, দানিয়েল খিয়াং ও ফ্রেলুং খুমী ড্রাইভার আরও বলেন,গত ৩সেপ্টেম্বরে দুর্গম সিমান্তবর্তী বড় মদক কয়েকটি পাড়ায় তীব্র খাদ্য সংকটে পরা শতাধিক পরিবারের কাছে প্রশাসনের থেকে এবং বিভিন্ন সহযোগী সংগঠন পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী আমরা এক সাথে পাঁচটি নৌকা সহ আমি আমার নৌকা করে চাল নিয়ে যাওয়ার সময়ে প্রায় ১০,১৫টি নৌকা ঝুঁকিতে, এবং জটিলতা দেখা দেয় সাময়িক চলাচল। শুধু তা নয় সামনে গ্রীষ্মের মাসে গরম তাপদাহে পানি কমিয়ে গেলে প্রয়োজীয় মালামাল নৌকা উঠানামানো ঐ এলাকায় বাসীদের জন্য এক বিপদজনক দেখা দেবে এমন ধারণা ব্যক্ত করেন তারা।


এ বিভাগের আরও সংবাদ