• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

মোংলায় জোরপূর্বক ক্রয়কৃত  জমি দখলের অভিযোগ । 

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা  :
Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বাগেরহাটের মোংলার রবীন্দ্রনাথ সড়কের খান মার্কেট মোড়ের মনপুরা যেতে সমিলের সামনের এলাকায় আব্দুল্লাহ বিন নাসের এবং নবীর হোসেনের  ক্রয়কৃত জমি দখল করে নিয়েছে একই এলাকার মণীন্দ্রনাথ কর্মকারের ছেলে ভূমিদস্যু নান্টু কর্মকার ।

এ ব্যাপারে জমির মালিক  আব্দুল্লাহ বিন নাসের এবং নবীর হোসেন  ১৫ অক্টোবর (২০ ২৪) সকাল ১১ টায়  সরেজমিনে  ঘটনাস্থলে গেলে  তাদের অভিযোগের মাধ্যমে সংবাদকর্মীদের কাছে এসব  তথ্যাদি উল্লেখ করে বলেন,  সরকার পরিবর্তন হওয়ার পর রাতারাতি গত ১৩ই অক্টোবর (২০২৪) ভোরবেলা মানুষ জেগে ওঠার আগেই  পূজার ছুটিতে  এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী কে সাথে নিয়ে জমিতে বেড়া দেয় দরখাস্তের বাদী ভূমিদস্যু  নান্টু কর্মকার  ।  অভিযোগে তারা আরো উল্লেখ করে বলেন, একই এলাকার আত্মারাম মন্ডলের ছেলে রবীন্দ্রনাথ মণ্ডলের কাছ থেকে তারা জমি ক্রয় করার পরে বেড়া ও মালিকানার পক্ষে সাইনবোর্ড  দিতে গেলে গত ১১ জুন (২০২৪) তারিখ তখনকার সময় মোংলা  উপজেলা সহকারী কমিশনার ভূমি  মোঃ তরিকুল ইসলাম বাদীর করা ১৫০ ধারা দরখাস্তের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন এবং উভয়পক্ষকে জমিতে বেড়া দেওয়া থেকে বিরতো থাকার জন্য  নিষেধাজ্ঞা জারি করেন এবং উক্ত ২১ খতিয়ানের  জমির ফয়সালা শেষ না হওয়া পর্যন্ত জমিতে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করেন । তিনি আরো বলেন, এই আদেশ অমান্য করে কেউ যদি এখানে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে । বাদীপক্ষ ভূমিদস্যু নান্টু  কর্মকার এই নিষেধাজ্ঞা অমান্য করে পূজার ছুটিতে গত ১৩ই অক্টোবর ২০২৪ ভোরে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীকে সাথে নিয়ে ওই জমিতে  বেড়া  তৈরি করেন  । এ ব্যাপারে  বিবাদীগণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে  সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করে বলেন,বাদী নান্টু কর্মকর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু , তার যন্ত্রণায় এলাকার মানুষ অতিষ্ঠ  ।  সন্ত্রাসী নান্টু  আইনকে তোয়াক্কা না করে  আদালতে বিচারাধীন জমি অন্যায় ভাবে জবরদখল করে । আমরা  ঊর্ধ্বতন  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ধরনের অন্যায় ঘটনার  ন্যায় বিচারের দাবি জানাই ।  এ ব্যাপারে অভিযুক্ত ভূমি দস্য  নান্টু ও তার পরিবারের লোকদের  সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।


এ বিভাগের আরও সংবাদ