• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

ঝালকাঠি জেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

অদ্য ১৭/১০/২০২৪ খ্রি. রোজ বৃহস্প্রতিবার, ঝালকাঠি জেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, ঝালকাঠি এর উদ্যোগে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন জনাব রুমানা আফরোজ, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,ঝালকাঠি। উক্ত অভিযানে ঝালকাঠি পৌরসভার বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে ডিম, আলু, পেয়াজ, চাল ইত্যাদি দ্রব্যের দাম যাচাই করা হয়। এসময় পূর্বে সতর্ক করার পরও কাঁচা বাজারের ক্রয় রশিদ সংরক্ষন না করা, মূল্য তালিকা প্রদর্শন এবং যথাযথ ভাবে সংরক্ষণ না করা ইত্যাদি অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, কৃষি বিপনন কর্মকর্তা, প্রানীসম্পদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ