• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

ঝালকাঠি জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানের ১৩০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী বাদল শেখ আটক।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

 

ঝালকাঠি জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় আজ বেলা ১২:৩০ মিনিটের সময় ঝালকাঠি জেলা শহরস্থ এলজিইডি ভবনের সামনের থেকে ডিবি পুলিশ, ঝালকাঠি’র একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ বাদল শেখ (৩৮), পিতা: সোবহান শেখ, গ্রাম এজাজপুর, জেলা পিরোজপুর’কে ১৩০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করে।

এ সময় উপস্থিত ছিলেন অর্ধ শতাধিক স্থানীয় জনগণ তাদের ভিতর থেকে দুজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে গণ্য করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে ডিবি পুলিশের এস আই রিয়াদ হোসেন, বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী বাদল শেখকে জেল ভাজতে পাঠানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ