চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নদীতীরবর্তী কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন পদ্মা তীরবর্তী চর আলাতুলি দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের বাসিন্দারা। এসময় বক্তারা বলেন, ৫ অগাস্ট দেশে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার-ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটে। শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী ক্ষমতা ও অর্থের লোভে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার ও পেশি শক্তির বলে সৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের অন্যান্য জায়গার মতো চাঁপাইনবাবগঞ্জেও ত্রাসের রাজত্ব কায়েম করে।তারই অংশ হিসেবে তারা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর গতিপথ পরিবর্তন করেছে। এতে তীর রক্ষা বাঁধ ভেঙ্গে চর-আলাতুলি, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মানুষ হমকির মুখে পরেছেন বলে জানান তারা। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়।