উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ হয়েছে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর
ড. মো. অলীউল আলম তাঁর অফিস কক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর ফলাফল পরিসংখ্যান গণমাধ্যম কর্মীদের কাছে হস্তান্তর করেন।
এসময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান ফলাফল ঘোষণায় জানান, এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩৯১৯৩ জন । তাঁর মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৩৭১৮৪ জন। এর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২০০৯ জন। মোট পাশের হার ৮১.২৪%। জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ২৪৯০২ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ছাত্র ১০৩০৫ জন এবং ছাত্রী ১৪৫৯৭ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৪ জন। ১০০% পাশকৃত কলেজের সংখ্যা ৩৫টি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৭৪১টি কলেজের পরীক্ষা ২০৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। অভিভাবক ও শিক্ষকবৃন্দ
যারা পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন তিনি তাদেরকেও অভিনন্দন জানান। একই সাথে চেয়ারম্যান অকৃতকার্য শিক্ষার্থীদেরকে প্রস্তুতি গ্রহণ পূর্বক আগামী পরীক্ষায় অংশগ্রহণের
জন্য আহবান জানান। অকৃতকার্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকদেরকে অনুরোধ জানান।