সীমান্তে অদ্য ১৪ অক্টোবর ২০২৪ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোগলাউড়ি এলাকা দিয়ে নৌকাযোগে চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে টহলদল পদ্মা নদীতে অভিযান পরিচালনা করার সময় অদ্য ১৪ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যা ০৭টা ১০ মিনিটে ০২ জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল নৌকাটি তাদের হেফাজতে নিয়ে তল্লাশী করতঃ ১৫৮০ প্যাকেট অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় পাতার বিড়ি খুঁজে পেয়ে নৌকায় থাকা ব্যক্তি মোঃ নাদিম আলী (২৩), পিতা-মোঃ হারেজ আলী ও মোঃ শাওন আলী (২২), পিতা-মোঃ খাইরুল ইসলাম, উভয়ের গ্রাম-চরপাকা, পোষ্ট-বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। আটককৃত ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকাসহ আটককৃত চোরাকারবারীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।