কুয়াকাটায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম। সোমবার (১৪ অক্টোবর) শেষ বিকেলে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন আমিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামেত ইসলামী কুয়াকাটা শাখার আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান।এসময় জামায়াতের পক্ষ থেকে উপহার হিসেবে বই ও লিফটে বিতরণ করা হয়।
শুভেচ্ছা বক্তব্যে জামাতের আমির বলেন, এই প্রথম কুয়াকাটা প্রেসক্লাবে আমরা প্রকাশ্যে কোন প্রোগ্রামে অংশ গ্রহণ করেছি। বিগত সরকারের আমলে আমাদের সংগঠনের সম্পর্কে বিভিন্নভাবে অপপ্রচার এবং সন্ত্রাসী জঙ্গিবাদ অপবাদ দিয়ে আমাদেরকে রাজনৈতিক কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রেখেছে। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলু মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আর্দশ বাস্তবায়নের জন্য কাজ করি।
তিনি আরো বলেন, আজ আপনাদের জন্য আমরা বাংলাদেশ জামায়েত ইসলামের গঠনতন্ত্র বই উপহার হিসেবে নিয়ে এসেছি। আপনারাদের প্রতি আমাদের অনুরোধ আমাদের গঠনতন্ত্র আপনারা পড়বেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আন, যুগ্মসাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ গণমাধ্যমকর্মীরা।