চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব তৌফিক ইমাম। শনিবার( ১২ অক্টোবর) বিকেলে তিনি রহনপুর রেলস্টেশনে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।এসময় উপস্থিত ছিলেন নাচোলের সহকারী কমিশনার( ভূমি) সবুজ হাসান, স্টেশন মাস্টার মামুনুর রশীদ, রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী রিয়াদুল ইসলাম সাংবাদিকবৃন্দসহ অন্যরা। এসময় তিনি স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি রেলস্টেশনের আশেপাশের এলাকা ঘুরে দেখেন।