মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:
সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা গতকাল রাত থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এ কারণেই রাত জেগে প্রতীমা সাজাতে ব্যস্ত কারিগররা আর দেবীকে বরণে পূজা অর্চনায় ব্যস্ত পূজারী ও সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসব মূখর পরিবেশে উদযাপন করতে দিন রাত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন।
রাজশাহীর মোহনপুর উপজেলার প্রশাসন।এর ধারাবাহিকতায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মন্দিরগুলোতে জলছে লালনীল আলোক বাতি। প্রতিটি মন্দিরে প্রতিমাগুলোকে সাজানো হয়েছে অপরুপ সাজে। বিভিন্ন মন্দিরের সামনে নির্মাণ করা হয়েছে তোরণ। ঢাকিরা বাজাচ্ছে ঢোল। গানের তালে তালে চলছে নাচ। মন্দিরে মন্দিরে সাটানো হয়েছে জরুরি প্রয়োজনীয় মোবাইল নম্বর সম্বলিত ফেস্টুন, আযানের সময় জানান দিতে লাগানো হয়েছে আযান ও নামাজের সময়সূচি। নিছিদ্র নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। নির্বিঘ্নে পূজা অর্চনায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। সকল বাধা বিপত্তি এড়াতে মন্দিরে মন্দিরে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী রয়েছেন সতর্ক অবস্থানে। বৃহস্পতিবার ১০ (অক্টোবর) বিকালে উপজেলার সদর ও সন্ধ্যার পরে ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনায়সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।শারদীয় উৎসবের খোঁজ খবর নিতে সরজমিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা ও থানা কর্মকর্তা ওসি আব্দুল হাননান। এসময়
পরিদর্শনকালে উপজেলা প্রশাসন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজামন্ডপের স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের সাথে কথা বলেন। থানার বিট অফিসাররা তাদের বিট এলাকার প্রতিটি পূজামন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে যাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখে সে বিষয়ে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট অফিসারদের দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কোন দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক থাকার ব্যাপারে নির্দেশনা দেন । উপজেলা প্রশাসন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে মোহনপুরের ১৫ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপনের আহবান জানান। এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা রাজিব, পূজা উদযাপন পরিষদ সভাপতি রনোজিত কুমার (আরকে রতন)।
অন্যদিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনটি মন্দির পরিদর্শন করেন মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন মন্দির পরিদর্শনের সসয় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকগন। প্রতি মন্দিরে দ্বায়িত্বে নিয়োজিত আনসার সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকরা যথাযথভাবে তাদের দ্বায়িত্ব পালন করছেন তা সরজমিনে গিয়ে দেখা গেছে। পুরোদমে চলছে শারদীয় উৎসব আনুষ্ঠানিকতা। পরিবেশ পরিস্থিতি শান্ত আছে। এবারের শারদীয় দূর্গা পূজা উৎসব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর পাশাপাশি বিএনপি ও জামায়াতের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন ফলে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে আশা প্রকাশ করছেন উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিকদলের স্বেচ্ছাসেবক থাকায় পূজা অনুষ্ঠান ভালভাবে সমাপ্ত হবে বলেও জানান মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।এবারে শারদীয় দুর্গোৎসব উপভোগ করছেন বিভিন্ন দর্শনার্থীরা।