• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

মধুপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক শরীফা হক 

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল 
Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

 

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮ টায় মধুপুর উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকদের সাথে তিনি মতবিনিময় করেন।

জেলা প্রশাসকের আগমন উপলক্ষে  মধুপুর উপজেলাধীন জলছত্র হরিসভা পূজা উৎযাপন কমিটির উদ্যোগে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিকে ফুলের পাপড়ি ছিটিয়ে এবং নৃত্যের তালে তালে বরণ করে নেয় একদল উপজাতীয় ক্ষুদে নৃত্য শিল্পী।

শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক জানান, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে উৎসব পালন করার সংস্কৃতি দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হয়েছি। একশো বছরের পুরনো এই অসাধারণ সংস্কৃতি ধরে রাখার জন্য তিনি সকল ধর্মের মানুষকে মিলেমিশে বসবাস করার  আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শফিকুল ইসলাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন , উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানা অফিসার ইনচার্জ মো. এমরানুল কবীর, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু সুশীল কুমার দাস, সাধারণ সম্পাদক সাধন কুমার মজুমদার সহ মধুপুর থানা ও অরনখোলা ফাঁড়ির পুলিশ অফিসার বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ