মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধিনী।লফামারীর জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ১৬০ জনের নাম উল্লেখ করে কোর্টে মামলা।
গত ৪ আগস্ট জলঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল,অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, আব্দুল ওয়াহেদ বাহাদুর সহ ১৬০ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামী করে নীলফামারীর কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত জলঢাকায় মামলাটি দায়ের করেন জলঢাকা পৌরসভার দক্ষিণ কাজির হাট হাজীপাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ ইয়াছিন আলী।
মামলা সূত্রে জানাযায় , বিগত ৪ আগস্ট’২৪ দুপুর ১২.৩০ ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল জলঢাকা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় মিছিলটি পৌছা মাত্র আওয়ামী লীগের সাদ্দাম হোসেন পাভেল, আব্দুল ওয়াহেদ বাহাদুর, গোলাম মোস্তফা, আনছার আলী মিন্টু, নাসিব সাদিক নোভা, এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোড়া, চাইনিজ কুড়াল, পশু কুড়াল ইত্যাদি মারাত্মক অস্ত্র দ্বারা মিছিলে হামলা করে।তে বাদী ইয়াসিন আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম ও ডান পায়ের চরুতে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। তাকে
আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে বাদীর মাথায় ৬ টি ও চরুতে ৮ টি সেলাই প্রদান করা হয়।