ঠাকুরগাঁও রাণীশংকৈলে বিএনপি’র সাথে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে সোহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বিন আলিফ, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার পৌর বিএনপি সভাপতি মহসীন আলী সহ আরও রাণীশংকৈল বিএনপির প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এসময় রাণীশংকৈল পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব,সহ সভাপতি দিগেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক সাধন বসাক, রাণীশংকৈল হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণগোবিন্দ সাহা বাচ্চু, অমল কুমার রায়, অনিল রায়, সাধারণ সম্পাদক অনুপ বসাক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক পরিমল সরকার প্রমুখ।
বিএনপির বক্তারা বলেন, দেশটা আমার আপনার সবার, আপনারা আমাদেরকে আপন করে নেন আমরা আপনাদের সকলকে বুকের করিডোরে রাখবো আপনাদের কোন সমস্যা হলে আমাদের প্রতিতিটি ইউনিয়নে কমিটি আছে তাদের কে জানাবেন আমরা আপনাদের পাশে আছি চিরকাল থাকবো।
সমাবেশটি সঞ্চালনা করেন, রাণীশংকৈল পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক ও নন্দুয়ার ইউনিয়নের বিএনপির সভাপতি জমিরুল ইসলাম।